এফবিআই প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদ করেছে হোয়াইট হাউস

 ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় রাশিয়ান গোয়েন্দাদের সহায়তা প্রসঙ্গে পত্রিকার রিপোর্টের বিষয়ে এফবিআই প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদ করেছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউজের চিফ অব স্টাফ রিনস প্রিবাস এফবিআই’র এক সহকারী পরিচালককে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। পত্রিকাটিতে মার্কিন নির্বাচনে মস্কোর যোগসাজসের অভিযোগ করে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

অন্যদিকে সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও রাশিয়ার মধ্যে যোগসাজশের অভিযোগের বিষয়ে চলমান তদন্ত ফাঁস হওয়ার অভিযোগ অস্বীকার করেছে এফবিআই।

তবে ট্রাম্প তার এক টুইট  বার্তায় এফবিআইয়ের তথ্য ফাঁসকারীদের কঠোর সমালোচনা করেছেন। তিনি টুইট বার্তায় জানিয়ছেন, ‘জাতীয় নিরাপত্তা তথ্য ফাঁসকারীদের থামাতে এফবিআই সম্পূর্ণ ব্যর্থ। তথ্য ফাঁসকারীরা দীর্ঘদিন ধরে আমাদের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।’

তিনি আরও বলেন, ‘এফবিআই এসব তথ্য ফাঁসকারীদের এখন শনাক্ত করতে পারেনি। এসব তথ্য যারা মিডিয়ায় ফাঁস করছে তাদের এখনই চিহ্নিত করুন।’

/এসএনএইচ/