চীনে পরিবেশ বিষয়ক আদালতের কার্যক্রম শুরু

nonameচীনে পরিবেশ বিষয়ক মামলাগুলো দেখভালের জন্য দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিংহাই প্রদেশে একটি বিশেষায়িত আদালত চালু করা হয়েছে। সানজিয়ানগুয়ান এলাকার পরিবেশ সুরক্ষা বিষয়ক কাজে আইনি সেবা প্রদানের লক্ষ্যে এটি চালু করা হয়। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চীনভিত্তিক সংবাদমাধ্যম সিনহুয়া।

কর্তৃপক্ষ জানিয়েছে, কিংহাই প্রদেশের হাইয়ার পিপল’স কোর্ট ইউশু সিটি পিপল’স কোর্টের আওতাধীন সানজিয়ানগুয়ান পরিবেশ আদালত অনুমোদনের পর মঙ্গলবার এটি চালু করা হয়।

কিংহাই প্রদেশের হাইয়ার পিপল’স কোর্টের ভাইস প্রেসিডেন্ট মান ঝিফাং বলেন, এ প্রদেশে পরিবেশ বিষয়ক আদালতটি প্রথম এই ধরনের বিশেষায়িত বিচারিক সংস্থা।

/এএ/এমপি/