দিল্লিকে আমরা লন্ডন বানাবো: কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়ালভারতের রাজধানী দিল্লিকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মতো আকর্ষণীয় শহরে পরিণত করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল। রবিবার দিল্লির উত্তম নগরে এক জনসভায় ভাষণ দানকালে এমন প্রতিশ্রুতি দেন তিনি।

আম আদমি পার্টির প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিয়াল বলেন, ‘নির্বাচনের আগে বিজেপি এবং কংগ্রেসের কাউন্সিলর প্রার্থীরা সাইকেল ও স্কুটার নিয়ে পুরো এলাকা চষে বেড়ান। এখন প্রত্যেক কাউন্সিলরের পাঁচটি করে বাংলো এবং পাঁচটি করে গাড়ি আছে। দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হতে পারলে আমরা এক বছরের মধ্যে দিল্লিকে ঝকঝকে শহরে পরিণত করবো। আপনারা এটাকে লন্ডনের সঙ্গে তুলনা করতে পারবেন।’

অরভিন্দ কেজরিয়াল বলেন, দিল্লি এবং সংলগ্ন মিউনিসিপাল কর্পোরেশনে আম আদমি পার্টির প্রার্থীরা বিজয়ী হলে দিল্লির চিত্র বদলে যাবে। আপনারা এমন এক দিল্লি দেখতে পাবেন; যা আগে কখনও ছিল না।

২০১৭ সালের এপ্রিলেই দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন-এর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমানে এটি পরিচালনা করছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গত ১৫ বছর ধরে বিভিন্ন সময়ে বিজেপি এবং কংগ্রেস এখানে ক্ষমতায় ছিল। তবে কেজরিওয়ালের দাবি, দিল্লির সৌন্দর্য  বর্ধনে এই দুই রাজনৈতিক দল উল্লেখযোগ্য কিছুই করেনি। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/