এনডিটিভির ভিডিওতে সন্দেহভাজন আইএস জঙ্গির বিরুদ্ধে পরিচালিত অভিযান

ভারতে সন্দেহভাজন আইএস জঙ্গিকে ধরতে পরিচালিত ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান-এর ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।  অভিযানে ওই সন্দেহভাজন আইএস জঙ্গি ভারতীয় পুলিশের হাতে নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে এই খবর নিশ্চিত করা হয়েছে।
এনডিটিভির খবরে  বলা হয়েছে, উত্তরপ্রদেশের লহ্মৌ সংলগ্ন ঠাকুরগঞ্জের এক বাড়িতে দুজন জঙ্গি ওই বাড়িতে ঢুকে পড়েছে; এমন খবর পেয়ে সেখানে অভিযান শুরু করে পুলিশ। অভিযানে সইফুল্লাহ নামে ওই সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করা হয়। সে সময় পুলিশ জানায়, বাড়িটিতে একজন জঙ্গিই ছিল।
মঙ্গলবার মধ্যপ্রদেশের সাজাপুরে জেলার জাবদি স্টেশনের কাছে ভোপাল-উজ্জ্বয়নী ট্রেনে বিস্ফোরণের পর  জঙ্গিদের বিরুদ্ধে এই অভিযান শুরু করে ভারতীয় পুলিশ। বিস্ফোরণে ১০ জন আহত হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গোয়েন্দা সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করে, ট্রেনের বিস্ফোরণে হাত রয়েছে আইএস জঙ্গিদের। এরপরই তল্লাশি চালিয়ে ছয় সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় ।
এনডিটিভির ভিডিওটি দেখুন:

 


/বিএ/