সিআইএকে ড্রোন হামলার অনুমতি দিয়েছেন ট্রাম্প!

download

সন্দেহভাজন জঙ্গি দমনে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সি-সিআইএকে ড্রোন হামলা চালানোর অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার (১৩ মার্চ) খবরটি জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, এতে করে সিআইএ’র আধা-সামরিক ক্ষমতা সীমিত করে সাবেক প্রেসিডেন্ট ওবামা যে নীতি ঘোষণা করেছিলেন তাতে পরিবর্তন আসতে যাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সেরর এক প্রতিবেদনে বলা হয়, এই বিষয়ে এখনও  হোয়াইট হাউস,  প্রতিরক্ষা বিভাগ কিংবা সিআইএ’র পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর যুক্তরাষ্ট্রই প্রথম দেশ যারা মনুষ্যবিহীন যান বা ড্রোন দিয়ে হামলার মাধ্যমে সন্দেহভাজন জঙ্গি হত্যা করেছে। জর্জ ডব্লিউ বুশের সময়ই প্রিডেটর ও রিপার ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্র। এই প্রকল্পের সম্প্রসারণ ঘটান বারাক ওবামা। তবে ওবামা সিআইএকে ড্রোন ব্যবহারের অনুমতি দেননি কারণ তার মনে হয়েছে এতে অন্য দেশগুলোও ড্রোন হামলা করতে পারে।  

সমালোচকরা প্রশ্ন তোলেন, এই প্রকল্পে জঙ্গি দমনের চেয়ে জঙ্গি তৈরিই বেশি হচ্ছে। এটা জঙ্গিদের বার্তা আরও ছড়িয়ে দিচ্ছে।

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র সরকার স্বীকার করে যে,  যুদ্ধে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই এমন দেশেও মার্কিন ড্রোন হামলায় ১১৬ বেসামরিক নিহত হয়েছে।

সূত্র : রয়টার্স

/এমএইচ/এফইউ/