সিরিয়ায় আদালত ভবনে আত্মঘাতী হামলায় নিহত ২৫

nonameসিরিয়ার রাজধানী দামেস্কে একটি আদালত ভবনে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন। আহত হয়েছেন আরও অনেকে। বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে এ হামলা চালানো হয়। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দামেস্কের আল-হামিদিয়া এলাকায় আদালত ভবনের সামনে এক ব্যক্তি তার শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণ ঘটানোর আগে ওই ব্যক্তি এলোপাতাড়ি গুলি নিক্ষেপ করতে থাকে।

সিরিয়ার নিরাপত্তা সূত্রগুলো বলছে, হামলাকারী আদালত ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাতে বাধা দেয়। নিরাপত্তারক্ষীদের বাধা পেয়ে সেখানেই শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারী।

সিরিয়ায় মাঝেমধ্যেই এ ধরনের আত্মঘাতী হামলা চালিয়ে থাকে জঙ্গিগোষ্ঠী আইএস। তবে বুধবারের হামলায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

দামেস্কের পুলিশ প্রধান মোহাম্মদ খায়ের ইসমাঈল। তিনি জানান, সামরিক পোশাকে সজ্জিত হয়ে শটগান ও গ্রেনেড নিয়ে এ হামলা চালানো হয়।

/এমপি/