অচিরেই ট্রাম্প-শি জিনপিং বৈঠক!

Trump-and-Xi-bg20170210161030

খুব শিগগিরই বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার চীনা পররাষ্ট্র মন্ত্রী ওয়া উই-এর সঙ্গে সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসনের পারস্পরিক আলাপ থেকে এ কথা জানা গেছে।

শনিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া সম্ভাব্য বৈঠকের খবর নিশ্চিত করে।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের কথিত বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে সতর্ক বার্তা উচ্চারণ করেছিলেন চীনা প্রধানমন্ত্রী লি খোয়াসিয়াম। একইসঙ্গে তিনি বলেছেন, বিশ্বের বৃহৎ অর্থনীতির এ দুই দেশ ট্রাম্পের শাসনামলে নানা বিরোধ থাকা সত্ত্বেও স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মধ্যে বৈঠকের ব্যবস্থা করতে ওয়াশিংটন ও বেইজিং বর্তমানে আলোচনা চালিয়ে যাচ্ছে। নির্বাচনি প্রচারণায় ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ বক্তব্যকে কেন্দ্র করে চীনের সঙ্গে সম্পর্কে উত্তেজনা তৈর হয় ট্রাম্প শিবিরের। সে সময় চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরুর হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

সূত্র: রয়টার্স

/এমএইচ/বিএ/