মালয়েশিয়ায় রোহিঙ্গা হত্যা, তিন সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ


একটি বাড়ি থেকে রোহিঙ্গার মরদেহ উদ্ধার হয়মালয়েশিয়ার মারাং-এর কামপুং পাক মাদাহ এলাকার একটি বাড়ি থেকে এক রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যার দায়ে আরও তিন রোহিঙ্গাকে খুঁজছে মালয়েশীয় পুলিশ। শনিবার (১৮ মার্চ) রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম নিউ স্ট্রেটস টাইমস খবরটি জানিয়েছে।


রাজ্যের অপরাধ তদন্তবিষয়ক বিভাগের প্রধান সহকারি কমিশনার ওয়ান আব্দুল আজিজ ওয়ান হামজাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, এ ঘটনায় মূল সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার নাম কারি। বয়স ৩০ বছর।

আব্দুল আজিজ আরও জানান, হত্যাকাণ্ডটি শনিবার রাত ১১ টার। একটি ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে নিহত রোহিঙ্গার সঙ্গে বাকি তিন রোহিঙ্গা বিবাদে জড়িয়ে পড়ে। এক প্রতিবেশী গোলমাল শুনে সেখানে দেখতে যান। পরে তিনি দেখতে পান, বাড়ির ভেতরে রক্তের বন্যায় ভাসছেন ওই ব্যক্তি। আর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মূল সন্দেহভাজন ব্যক্তি লাপাত্তা হয়ে গেছেন।

পরে ওই প্রতিবেশী পুলিশকে খবর দেন। মারাং পুলিশ স্টেন থেকে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তারা ছুরি, হাতুড়ি, তিনটি হেলমেটসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

তদন্তে সহযোগিতা করার জন্য ৩৩ বছর বয়সী এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে বলেও জানান আব্দুল আজিজ। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস সে আমাদের সহযোগিতা করতে পারবে’।

হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

/এফইউ/