আফগানিস্তানের সানগিন এলাকা তালেবানের দখলে

আফগানিস্তানের সানগিন এলাকাআবারও আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর সানগিনের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তালেবান। সংগঠনটির মুখপাত্র ক্বারি ইউসূফ আহমাদিকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে। অন্যদিকে আফগান বাহিনীর দাবি, তাদের এভাবে পিছু সরাটা কৌশলগত। সেনাপ্রধানের নির্দেশ পেয়েই সেনারা এলাকার মূল ঘাঁটিতে ফিরে এসেছে। অবশ্য, হেলমান্দের গভর্নরের মুখপাত্র স্বীকার করেছেন যে জেলা পুলিশ ও সরকারের সদর দফতরগুলোর নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে।
সানগিনের নিয়ন্ত্রণ নিয়ে এক দশকেরও বেশি সময় ধরে সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে লড়াই চলছে।পাকিস্তান সীমান্তবর্তী হেলমান্দ তালেবান বিদ্রোহীদের একটি প্রধান কেন্দ্র। প্রদেশের সানগিন জেলা আফিম চাষের একটি উর্বর কেন্দ্র। ২০১৩ সালের আগ পর্যন্ত আফগানিস্তানের যেকোনও এলাকার চেয়ে সানগিন নিয়ন্ত্রণের লড়াইয়ে অনেক বেশি সংখ্যক ব্রিটিশ ও মার্কিন সেনার প্রাণহানি হয়েছিল। ২০১৩ সালে আন্তর্জাতিক সামরিক জোট আফগান বাহিনীর কাছে সানগিনের নিয়ন্ত্রণ হস্তান্তর করে। তখন থেকে সানগিনের নিয়ন্ত্রণ ধরে রাখতে গিয়ে শত শত আফগান সেনা ও পুলিশ সদস্য প্রাণ হারিয়েছে।
বৃহস্পতিবার তালেবানের মুখপাত্র ক্বারি ইউসূফ আহমাদি বলেন, রাতভর লড়াইয়ের পর তালেবান যোদ্ধারা সানগিনের দখল নিয়েছে। আর আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের দাবি, সেনাপ্রধানের নির্দেশ পেয়ে আফগান সেনারা এলাকার মূল ঘাঁটিতে ফিরে গেছেন। ওই এলাকায় বিদেশি সেনা বোমা ফেলছে বলে খবর পাওয়া গেছে। অবশ্য এর সত্যতা নিশ্চিত করতে পারেনি বিবিসি।
/এফইউ/