কঙ্গোতে ৪০ পুলিশের শিরশ্ছেদ করল বিদ্রোহীরা

_95319038_drcreu

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে পুলিশের উপর হামলা চালিয়ে অন্তত ৪০ জনের শিরশ্ছেদ করেছে বিদ্রোহী সেনারা। শুক্রবার দেশটির কাসাই প্রদেশে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, পুলিশের একটি বহরে হামলা চালায় কামউইনা সাপু বিদ্রোহীরা।

কাসাই অ্যাসেম্বলি প্রেসিডেন্ট ফ্রাসোয়া কালাম্বা বলেন, স্থানীয় শিলুবা ভাষায় কথা বলতে পারা ৬ পুলিশকে ছেড়ে দিয়েছে বিদ্রোহীরা। বাকি সবাইকে হত্যা করা হয়। গত আগস্টে কাসাইয়ে বিদ্রোহী গ্রুপটির নেতাকে নিরাপত্তা বাহিনী হত্যা করার পর পরিস্থিতির অবনতি ঘটে।

শুক্রবার পুলিশ বহরটি শিকাপা থেকে কানাগা যাচ্ছিলো। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন গভর্নর অ্যালেক্সিস কান্দে মিয়োম্পা। জাতিসংঘ জানায়, কামউইনা সাপু নেতাকে হত্যার পর এখন পর্যন্ত ৪০০ মানুষ খুন হয়েছেন। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় দুই লাখ মানুষ।

সূত্র: বিবিসি

/এমএইচ/বিএ/