গুগল-এ বাংলাদেশের স্বাধীনতা দিবস

nonameসার্চ ইঞ্জিন গুগল তার হোমপেজটির আজকের (২৬ মার্চ) থিম করেছে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে নিয়ে। সার্চ ইঞ্জিনটি ওপেন করলেই গুগলের ডুডলে (লোগো) দেখা যাচ্ছে লাল সবুজের খেলা।

ডুডল বলতে বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলাকে বোঝায়। সার্চ ইঞ্জিন গুগলের হোমপেজে বড় করে গুগল লেখা যে লোগোটি পাওয়া যায়, সেটিউ ডুডল। বিশেষ দিনে বা অন্য কোনো উপলক্ষে সার্চ ইঞ্জিনটির হোম পেজে বিশেষ ডুডল প্রদর্শন করা হয়।

গুগলের হোমপেজে গিয়ে দেখা যায়, ইংরেজিতে গুগল লেখার দ্বিতীয় ‘ও’টি লেখা হয়েছে লাল রঙে। তার ভিতর লাল-সবুজ পোশাকে পত পত করে উড়ন্ত একটি পতাকা নিয়ে দৌড়াচ্ছেন কেউ। যেন কোনও এক মুক্তিকামী বাংলাদেশি। শনিবার দিনগত রাত ১২টার পরেই সার্চ ইঞ্জিনটি এটি চালু করেছে, যা ২৬ মার্চ দিনব্যাপী থাকবে।

মূলত ২০১৩ সালের স্বাধীনতা দিবসে বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল প্রদর্শন করে গুগল। এ ছাড়া বাংলা নববর্ষ, খেলাধূলাসহ বিভিন্ন উপলক্ষে এমন উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।

/বিএ/