মিসরীয় প্রেসিডেন্ট সিসি ও জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর বৈঠক

সিসি ও আব্দুল্লাহর বৈঠকমধ্যপ্রাচ্যের কথিত শান্তি প্রক্রিয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ওয়াশিংটনে বৈঠক করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলুর বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক ব্রিটিশ প্রেস মনিটরিং সংস্থা মিডল ইস্ট মনিটর এই খবর জানিয়েছে।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ‘মধ্যপ্রাচ্য এবং ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার শান্তি প্রক্রিয়ার সর্বশেষ অবস্থাসহ দুই দেশের বিশেষ সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন সিসি ও আব্দুল্লাহ।’ 

ট্রাম্প ও সিসির মধ্যে বৈঠক হওয়ার একদিন পরই বৈঠক করলেন সিসি ও আব্দুল্লাহ। ফিলিস্তিন ইস্যু, শান্তি প্রক্রিয়া এবং সন্ত্রাসবাদবিরোধী লড়াইসহ বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা করেছিলেন ট্রাম্প ও সিসি।

শান্তি পুনরুজ্জীবিত করা, ফিলিস্তিনি ও ইসরায়েলিদের সঙ্গে যোগাযোগ করা এবং ফিলিস্তিন ইস্যুতে একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর জন্য আলৈাচনার পথ খুঁজতে ৫ দিনের সফরে শনিবার ওয়াশিংটন পৌঁছান সিসি। আর আব্দুল্লাহ ওয়াশিংটন সফর শুরু করেছেন মঙ্গলবার। এদিন ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে জর্ডান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতা জোরদারের ব্যাপারে আলোচনা হয়।

এর আগে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার ইস্যুসহ বেশ কিছু নিয়ে জর্ডানের বাদশাহর সঙ্গে আলোচনার কথা ভাবছেন ট্রাম্প।

/এফইউ/বিএ/