‘আফগান-কুর্দি সংঘর্ষে’ ফ্রান্সের শরণার্থী শিবির পুড়ে ছাই

আগুনে পুড়ে গেছে ফ্রান্সের শরণার্থী শিবিরফ্রান্সের উত্তরাঞ্চলে গ্রাঁদে-সিন্থে ডানকার্ক শরণার্থী শিবির আগুনে পুড়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, আফগান ও কুর্দি শরণার্থীদের মধ্যে সংঘর্ষ থেকেই ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ডানকার্ক বন্দরের নিকটবর্তী ওই শরণার্থী শিবিরে প্রায় দেড় হাজার মানুষ রয়েছেন। অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন আহত হয়েছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মাইকেল লালাঁদ বলেন, ‘ছাই ছাড়া এখানে আর কিছুই অবশিষ্ট নেই। ঘরগুলো আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া প্রায় অসম্ভব।’ তবে ওই শিবিরের শরণার্থীদের জরুরি বাসস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান লালাঁদ।   

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শরণার্থী শিবিরে সম্প্রতি আফগান শরণার্থীদের সংখ্যা বেড়ে যাওয়ায় কুর্দিরা ক্ষুব্ধ হয়ে উঠে। গত অক্টোবরে ক্যালে শরণার্থী শিবির বন্ধ করে দেওয়ার পর এখানে শরণার্থীদের সংখ্যা বাড়তে থাকে। যাদের বেশিরভাগই আফগান।

ডক্টরস উইথাউট বর্ডার (এমএফএস) জানিয়েছে, ২০১৬ সালের মার্চ থেকেই সংঘর্ষের সূত্রপাত। তখন ওই শরণার্থী শিবিরে ছয়জন ছুরিকাহত হয়েছিলেন।

/এসএ/