ভারতীয় সেনাবাহিনীর জিপে কাশ্মিরি যুবক মানবঢাল (ভিডিও)

জম্মু-কাশ্মিরে এক সেনা জিপে বেঁধে রাখা যুবকের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের পাথর হামলা ঠেকাতে তাকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে ভারতীয় সেনাবাহিনী। কাশ্মিরের বিক্ষোভকারীরা একজন সিপিআরএফ জওয়ানকে লাঞ্ছিত করছেন; এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার দুই দিনের মাথায় এই ভিডিওটি সামনে এলো।


ভিডিওটি দেখুন:

 

জম্মু-কাশ্মীর রাজ্যের শ্রীনগরের একটি সড়কে সেনাবাহিনীর এক জিপের সামনে এক যুবককে বেঁধে রাখা হয়। এ নিয়ে করা একটি ভিডিওটি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়ার পর ফুঁসেছে বিভিন্ন মহল।

এনডিটিভি জানিয়েছে,  সেনাসূত্র ওই যুবক ছিলেন একজন বিক্ষোভকারী হিসেবে চিহ্নিত করেছেন। শ্রীনগরে সংঘাতময় উপনির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়া ঠেকাতে বর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে এই যুবককে।

অন্য অনেকের সঙ্গে ভিডিওটি টুইটারে প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ভিডিওটিতে ‘পাথর ছুড়ে মারা লোকজনকে এমন পরিণতি বরণ করতে হবে’ বলে সেনাদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

ভিডিওটি প্রকাশ করে টুইটবার্তায় ওমর আবদুল্লাহ বলেন, ‘এই যুবকটিকে সেনাদের একটি জিপের সামনে বেঁধে রাখা হয়েছে, যাতে কোনো পাথর ছোড়া না হয়। এটা খুবই পীড়াদায়ক।’ এ ঘটনার দ্রুত তদন্ত দাবি করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

সেনাসূত্রের দাবির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শ্রীনগরের একটি ভোটকেন্দ্রে সংঘবদ্ধ হামলার শিকার হয়ে নির্বাচনী কর্মকর্তাদের পালানোর চেষ্টাকালে ওই ভিডিওটি ধারণ করা হয়। সেই সময় পরিস্থিতি সামাল দিতে ওই যুবককে জিপের সামনে বাঁধা হয়। তবে তাঁর কোনো ক্ষতি করা হয়নি।

সেনাসূত্র এনডিটিভিকে জানায়, একদল ব্যক্তির হামলা থেকে রক্ষা পেতে সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার একজন বিক্ষোভকারীকে ধরে জিপের সামনে বেঁধে ফেলে। শ্রীনগর উপনির্বাচনে কমপক্ষে আটজন নিহত ও প্রায় ১০০ জন আহত হন।

নজিরবিহীন সহিংসতার এই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভাঙচুর ও পোড়ানো হয়। শ্রীনগরে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে ওই নির্বাচনে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ওই ভিডিওটির সত্যতা যাচাইয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে সেনাবাহিনী।

/বিএ/