তুরস্কে গণভোটের ফল মানতে নারাজ বিরোধী দল

_95665540_turkeypots

তুরস্কের ঐতিহাসিক গণভোটে জয় পেয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তবে তার এই জয়ের বিরোধীতা করছে দেশটির প্রধান বিরোধী দল দ্য রিপাবলিকান পিপল পার্টি সিএইচপি।  সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবদনে বলা হয়, দলটি এই ফলাফলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা ৬০ শতাংশ ভোটের পুনঃগণনার দাবি জানিয়েছেন। তুরস্কের বড় তিন শহর ইস্তাম্বুল, আঙ্কারা ও ইজমিরে না ভোট পড়েছে বেশি।

ইস্তাম্বুলে রাস্তায় নেমে আন্দোলন করতে থাকে এরদোয়ান বিরোধীরা।অন্যদিকে বিজয় মিছিলও বের করে কিছু সমর্থক।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্সের খবর, গণভোটে ‘জয়’ উদযাপন করছেন এরদোয়ান। তার দাবি, বেসরকারি ফলে আড়াই কোটি (৫১.৩৭ শতাংশ) ‘হ্যাঁ’ ভোট এসেছে। এর বিপরীতে প্রাপ্ত ‘না’ ভোটের সংখ্যা ১ কোটি ৩০ লাখ (৪৮.৬৩ শতাংশ)। ইস্তাম্বুলে এক শোভাযাত্রায় ভোটগণনা শেষের খবর জানান এরদোয়ান। ৯৯.৪৫ শতাংশ ব্যালটই গণনা করা হয়েছে বলে দাবি তার। 

এদিকে এরদোয়ানের দাবি করা ‘হ্যাঁ’ ভোটের জয় বহাল থাকলে তুরস্কের প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত হবে এবং ভাইস প্রেসিডেন্টের পদ সৃষ্টি হবে। তখন প্রেসিডেন্ট এরদোয়ানের আওতায় চলে যাবে দেশটির গোটা আমলাতন্ত্র। এটি কার্যকর হবে ২০১৯ সালের নভেম্বরের নির্বাচনের পর। তখন প্রেসিডেন্ট এরদোয়ান পাঁচ বছর করে আরও দুই মেয়াদে নির্বাচিত হতে পারবেন। সব মিলিয়ে আগামী একযুগ (২০২৯ সাল পর্যন্ত) তুরস্কের প্রেসিডেন্ট থাকতে পারবেন এরদোয়ান।

সূত্র: বিবিসি

/এমএইচ