ব্রেক্সিট পরবর্তী ঐক্যের প্রশংসায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

থেরেসা মেব্রেক্সিট ভোটের পর যুক্তরাজ্যের লোকজন যেভাবে ‘কাছাকাছি এসেছে’ এবং ‘ঐক্যবদ্ধ হয়েছে’ তার প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ইস্টার সানডে উপলক্ষ্যে দেওয়া শুভেচ্ছা বার্তায় এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি সমাজে খ্রিস্টানদের ভূমিকা সম্পর্কে আত্মবিশ্বাস রাখার এবং নিজের ধর্মবিশ্বাস নিয়ে মুক্তভাবে কথা বলার জন্যও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন থেরেসা।
ডাউনিং স্ট্রিট থেকে দেওয়া এক ভিডিও বার্তায় থেরেসা মে বলেন, ‘আমাদের দেশের সঠিক ভবিষ্যত নিয়ে তুমুল বিতর্কের পর এ বছর লোকজন একত্রিত হচ্ছে এবং সামনে যে উন্নয়ন আমাদের জন্য অপেক্ষা করে আছে তার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা ভাবছে। এটা সত্যিই আনন্দের যে এ দেশটি এক গর্বিত ইতিহাস ও উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী জাতির মহাসমাবেশ।’
থেরেসা মেকে অতীতেও বার বার মানুষের বিশ্বাসের ব্যাপারে সোচ্চার থাকতে দেখা গেছে। এবার এ নিয়ে আবারও কথা বলেছেন তিনি। থেরেসা বলেন, ‘আমাদের দেশের মানুষের জীবনে খ্রিস্ট্র ধর্ম যে ভূমিকা পালন করে সে ব্যাপারে আমাদেরকে আত্মবিশ্বাসী হতে হবে। লোকজন যেন মুক্তভাবে তাদের ধর্ম কিংবা বিশ্বাস নিয়ে কথা বলতে পারে তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি আমরা।’
সব ধর্মের মানুষ যেন খোলাখুলি, শান্তিপূর্ণ ও নিরাপদে তাদের বিশ্বাসের চর্চা করতে পারে সে ব্যাপারে আরও অনেক কিছু করার আছে বলেও উল্লেখ করেন থেরেসা।

/এফইউ/