ভারতের হিমাচলে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ৪৪

bus1ভারতের হিমাচল প্রদেশের রাজধানী শিমলায় বুধবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। বাসটি পর্যটনসমৃদ্ধ একটি পাহাড়ি রাস্তা থেকে গড়িয়ে ২৫০ মিটার নিচে টোনস নদীতে পড়ে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩১ জন পুরুষ, ১০ জন নারী এবং তিনটি শিশু রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

হিমালয়ের পাদদেশের শিমলা শহরের ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। দ্য টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়েছে, বাসটিতে ৫৬ জন আরোহী ছিলেন। পুলিশের আশঙ্কা, এদের অধিকাংশই বেঁচে নেই।

জেলা প্রশাসক রোহান চন্দ ঠাকুর জানান, প্রথমে ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এখন এ সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। স্থানীয় লোকজনও উদ্ধার তৎপরতায় সহায়তা করছে।

পুলিশ সুপার ডি ডব্লিউ নেগি জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। তারা সেখান থেকে প্রথমে ৪০ জনের লাশ উদ্ধার করেন। পরে নদীতে আরও দুটি মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়।

/এমপি/