কাশ্মিরে হিন্দুত্ববাদী ‘গো-রক্ষকদের’ হামলায় শিশুসহ আহত ৫

কাশ্মিরে হিন্দুত্ববাদী ‘গো-রক্ষকদের’ হামলায় আহত সাধারণ মানুষভারত অধিকৃত কাশ্মিরে ‘গো-রক্ষক’ নামধারী হিন্দুত্ববাদীরা একই পরিবারের পাঁচজনকে প্রচণ্ড মারধর করেছে। বাদ যায়নি নয় বছরের শিশুও। ওই কথিত গো-রক্ষকরা রড দিয়ে পিটিয়ে তাদের সব পশু ছিনিয়ে নিয়ে গেছে বলে হামলার শিকার পরিবারটি জানায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

শুক্রবার কাশ্মীরের রিয়াসি জেলায় গবাদি পশু নিয়ে তালওয়াড়া এলাকা দিয়ে যাচ্ছিল ওই পরিবারটি। সে সময় একদল ‘গো-রক্ষক’ তাদের উপর হামলা চালায়। গোটা পরিবারকে রড দিয়ে পেটানো হয়।

আক্রান্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাস্তা দিয়ে  ছাগল, ভেড়া ও গরুর পাল নিয়ে যাওয়ার সময় তাদের রাস্তা আঁটকে ঘরে ফেলে একদল লোক। তাদের হত্যা করে নদীতে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল হামলাকারীদের। ওই গো-রক্ষকরা তাদের সব গবাদি পশু ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ জানিয়েছে তারা।

নয় বছরের শিশুটিকেও রড দিয়ে পেটানো হয়। তার শরীরের কয়েকটি জায়গায় হাড়ে ফাটল ধরেছে বলে জানা গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার পর থেকে ওই পরিবারের ১০ বছরের এক শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ওই শিশুর মা নাসিম বেগম জানান। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে যে কুকুর ছিল, তাদেরও নিয়ে ওই লোকেরা।’    

রিয়াসী জেলার পুলিশ সুপার বৈদ্য জানিয়েছেন, পাঁচ হামলাকারীকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তবে শনিবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়েছে এবং পরিবারের সমস্ত গবাদি পশুকে উদ্ধার করা হয়েছে।

/এসএ/