উ. কোরিয়া ইস্যুতে চীনা প্রেসিডেন্টের প্রশংসা করলেন ট্রাম্প

রয়টার্সের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎকারচীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘খুব ভালো মানুষ’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করায় এক সময় চীনের তীব্র সমালোচনা করা ট্রাম্প এবার চীনা প্রেসিডেন্টের এতো প্রশংসা করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

শি জিনপিং সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তিনি খুবই ভালো মানুষ। আর আমি তার সম্পর্কে বেশ ‘ভালোই জানি। তিনি চীনকে ভালোবাসেন, চীনের মানুষকে ভালোবাসেন।’

চীনা প্রেসিডেন্টের উত্তর কোরিয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি জানি, তিনি তার সামর্থের শেষ পর্যন্ত এ বিষয়ে কিছু না কিছু করার চেষ্টা করবেন। চীনা প্রেসিডেন্ট কোনও সংঘাত দেখতে চান না।’  

উত্তর কোরিয়া আবারও পারমাণবিক পরীক্ষা চালালে চীন দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন।  

উল্লেখ্য, ট্রাম্পের নির্বাচনি প্রচারণার অন্যতম বিষয় ছিল চীনের বিরোধিতা। যুক্তরাষ্ট্রে চীনা অর্থনীতির প্রভাব সম্পর্কে তিনি তখন বলেছিলেন, ‘চীন যুক্তরাষ্ট্রকে ধর্ষণ করছে।’ নির্বাচনে জয়ের পরপরই ট্রাম্প অভিযোগ করেছিলেন, ‘উত্তর কোরিয়ার বিষয়ে চীন কোনও পদক্ষেপ নিচ্ছে না।’ আর এমনটা চলতে থাকলে ‘যুক্তরাষ্ট্র এককভাবেই পদক্ষেপ নেবে’ বলেও তিনি হুমকি দিয়েছিলেন।  

হোয়াইট হাউসের ওভাল অফিসে দেওয়া ওই সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্পর্কে ট্রাম্প বলেন, ‘মাত্র ২৭ বছর বয়সে বাবার মৃত্যুর পর শাসন ক্ষমতায় আসেন তিনি। এ অল্প বয়সে অনেক কিছুই করা সহজ নয়। তবে আমি তাকে কৃতিত্ব দিচ্ছি না।’

ট্রাম্প ওই সাক্ষাৎকারে জানান, তিনি উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সংঘাতে না গিয়ে তার কূটনৈতিক সমাধান চান। কিন্তু বিশাল সামরিক সংঘাতের সম্ভাবনা যে রয়েছে, সে আভাসও তিনি দিয়েছেন।

তিনি এ প্রসঙ্গে আরও বলেন, ‘আমি মনে করি তিনি (কিম জং উন) যৌক্তিক হবেন। আর এখানে উত্তর কোরিয়ার সঙ্গে হতে যাওয়া এক বিশাল সংঘাত এড়ানোর পথ অবশ্যই আছে।’

এদিকে, শুক্রবার উত্তর কোরিয়া সম্পর্কে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

/এসএ/