জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষে বোরকার ওপর আংশিক নিষেধাজ্ঞা অনুমোদন

পুরোপুরি মুখ ঢাকা বোরকাসম্পূর্ণ মুখ ঢাকা বোরকাকে নিষিদ্ধ করে একটি বিল অনুমোদন করেছে জার্মানির পার্লামেন্টের নিম্ন কক্ষ। অনুমোদনের জন্য বিলটি এবার উচ্চ কক্ষে উত্থাপন করা হবে। বিলটি আইনে পরিণত হলে জার্মানির সরকারি চাকরিজীবী, বিচারক এবং সেনা সদস্যরা কর্মক্ষেত্রে সম্পূর্ণ মুখ ঢাকা বোরকা পরতে পারবেন না।

প্রকাশ্যে বোরকার ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ডানপন্থী দলগুলো। এরই ধারাবাহিকতায় জার্মানির পার্লামেন্টে এ নিষেধাজ্ঞা অনুমোদন পেল। বার্লিনের ক্রিসমাস মার্কেটে জঙ্গি হামলাসহ বিভিন্ন হামলার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নেওয়া হয়।

গত ডিসেম্বরে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল নারীদের সম্পূর্ণ মুখ ঢাকা বোরকা আইনগত ভাবে নিষিদ্ধ করার বিষয়টি উত্থাপন করেছিলেন। গত ফেব্রুয়ারিতে বাভারিয়া রাজ্যের সরকারি কর্মক্ষেত্র, স্কুল, বিশ্ববিদ্যালয় এবং গাড়ি চালানোর সময় পুরোপুরি মুখ ঢাকা বোরকা নিষিদ্ধের পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল।

/এফইউ/