উত্তর মেরুতে তেল-গ্যাস উত্তোলনে ট্রাম্পের নির্বাহী আদেশ

ট্রাম্পের নির্বাহী আদেশউত্তর মেরু ও আটলান্টিক মহাসাগরে তেল-গ্যাস উত্তোলনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিষেধাজ্ঞা সরিয়ে দিতে নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে অনেক মার্কিন নাগরিকের কর্মসংস্থান হবে বলেও ট্রাম্প দাবি করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

শুক্রবার ‘আমেরিকা ফার্স্ট অফশোর এনার্জি স্ট্র্যাটেজি’ শীর্ষক ওই নির্বাহী আদেশ স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, ‘আমাদের দেশে প্রাকৃতিক সম্পদের এক বিশাল ভাণ্ডার রয়েছে। এখানকার সাগরে রয়েছে অবারিত তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ। কিন্তু ফেডারেল সরকার এসব অফশোর ক্ষেত্রে ৯৪ শতাংশই উত্তোলনের জন্য বন্ধ রেখেছে। এর ফলে দেশের মানুষ হাজার হাজার কর্মসংস্থান ও কোটি কোটি ডলারের সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে।’

তিনি আরও দাবি করেন, এ নির্বাহী আদেশের ফলে বহু কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মার্কিন অর্থনীতি অনেক সমৃদ্ধ হবে।   

নির্বাহী আদেশ সম্পর্কে ট্রাম্পের অভ্যন্তরীণমন্ত্রী রায়ান জিনকে বলেছেন, ‘বিদেশিদের কাছে আবদ্ধ থাকার চেয়ে এ সিদ্ধান্তটি অনেক ভালো।’ 

অফশোর তেল-গ্যাস উত্তোলন

ট্রাম্পের এ নির্বাহী আদেশে সাবেক প্রেসিডেন্ট ওবামার নিষেধাজ্ঞা বাতিল হয়ে যেতে পারে। গত বছর ডিসেম্বরে ওবামা পূর্ব-প্রতিশ্রুতি অনুযায়ী, উত্তর মেরু অঞ্চলে অফশোর তেল ও গ্যাস উত্তোলনের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

ওবামার ওই নিষেধাজ্ঞা জারির পর হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, ‘একটি শক্তিশালী, টেকসই এবং স্থিতিশীল মেরু অঞ্চলীয় অর্থনীতি ও বাস্তুসংস্থানের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ লোকজ সংস্কৃতির প্রয়োজনীয়তা, বন্যপ্রাণি এবং সামুদ্রিক প্রাণি সংরক্ষ জন্য ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে ওই বিবৃতিতে জানানো হয়েছিল।

/এসএ/