রাজনীতিতে ফিরছেন টনি ব্লেয়ার

টনি ব্লেয়ারযুক্তরাজ্যের রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ঘোষণা দিয়েছেন। ব্রেক্সিট বিতর্কের প্রেক্ষিতে তিনি এই ঘোষণা দেন। তবে দেশটির সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

এএফপির খবরে বলা হয়েছে, আবারও রাজনীতিতে ফেরার ঘোষণায় সমালোচনার মুখোমুখি হতে হবে বলে মনে করছেন ব্লেয়ার। তারপরও তিনি ব্রেক্সিট বিতর্ক নিয়ে নীতি নির্ধারণের লক্ষ্যে একটি রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে চান।

৬৩ বছর বয়সী ব্লেয়ার ১৯৯৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত লেবার পার্টির নেতৃত্ব দেন।  ১৯৯৭ সাল থেকে প্রায় এক দশক দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ইরাক যুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য বিশ্বজুড়ে ব্লেয়ার সমালোচিত।

/বিএ/