গুদাম থেকে গায়েব মদ, পুলিশের দাবি খেয়েছে ইঁদুর

জব্দ করা মদ খাওয়ার অভিযোগ ইঁদুরের দিকেভারতের বিহার রাজ্যে পুলিশের গুদাম (মালখানা) থেকে উধাও হয়ে গেছে বিপুল পরিমাণ জব্দ করা মদ। তবে পুলিশের দাবি, ওই মদ চুরি হয়নি, বরং তা ইঁদুর খেয়ে ফেলেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।  

গত মঙ্গলবার জেলা পুলিশের মাসিক সভায় জ্যেষ্ঠ পুলিশ সুপার মনু মহারাজ জানান, ‘ইঁদুরগুলো মালখানার বিপুল পরিমাণ মদ খেয়ে ফেলেছে। এছাড়া রক্ষণাবেক্ষণের অভাবে অনেক বোতল ভেঙে নষ্ট হয়েছে।’

জানা গেছে, গত বছর ৫ এপ্রিল থেকে বিভিন্ন এলাকায় জব্দ করা ৫ লাখ ১১ হাজার লিটার বিদেশি মদ, ৩ লাখ ১ হাজার লিটার দেশি মদ ও ১২ হাজার লিটার বিয়ার ওই মালখানায় রাখা হয়েছিল।

পাটনা পুলিশের দাবি, এসব মদ ইঁদুরই খেয়েছে। মদের খালি বোতলগুলোয় ইঁদুরের নখ ও দাঁতের আঁচড়ের চিহ্ন রয়েছে বলেও তারা দাবি করছেন।

বুধবার পাটনা পুলিশের মহাপরিচালক (আইজি) নায়ার হাসনাইন খান বলেন, ‘আমি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি, মালখানা থেকে আদালতে প্রদর্শনের জন্য রাখা বিপুল পরিমাণ মদ ইঁদুরে খেয়ে ফেলেছে।’

/এমও/এসএ/