ধর্মীয় নেতাদের রাজনীতিতে সক্রিয়তার সুযোগ রেখে ট্রাম্পের নির্বাহী আদেশ

ডোনাল্ড ট্রাম্পধর্মীয় নেতাদের মার্কিন রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনের সুযোগ দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪ মে (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডে অব প্রেয়ারে ট্রাম্প এ নির্বাহী আদেশ দেন। এর মধ্য দিয়ে মার্কিন চার্চ ও অন্যান্য ধর্মীয় সংগঠন রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ পাবে।

প্রমোটিং ফ্রি স্পিচ এন্ড রিলিজিয়াস লিবার্টি (মুক্ত মত ও ধর্মীয় স্বাধীনতার উন্নয়ন) নামের আদেশে স্বাক্ষর করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশের ইতিহাসে বিশ্বাসের জায়গাটি গভীরভাবে গাঁথা আছে।’
মার্কিনিদের সহিষ্ণু জাতি হিসেবে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, ‘আমরা কখনও ধর্মীয় বৈষম্যকে সমর্থন করব না।’

তবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় থেকে ট্রাম্প মুসলিমবিরোধী যে কঠোর অবস্থান নিয়েছেন এর সঙ্গে তার ধর্মীয় বৈষম্য সমর্থন না করার বক্তব্যটি সাংঘর্ষিক। কেননা ট্রাম্প সিরিয়া-ইরাকসহ বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বহুদিন থেকেই সমালোচিত হয়ে আসছেন। ২০১৫ সালের নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছিলেন। আর এর পর বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েন তিনি। নিজ দেশ এমনকি নিজের দল রিপাবলিকানের সদস্যদের পক্ষ থেকেও ওই বক্তব্যের নিন্দা জানানো হয় সেসময়। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের পর বেশ কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আবারও তুমুল সমালোচিত হন ট্রাম্প।

ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিকভাবে সক্রিয় চার্চগুলোও কর-মুক্ত সুবিধা পাবে। ১৯৫০ এর দশকে জনসন অ্যামেন্ডমেন্ট নামের যে আইনটি প্রবর্তিত হয়েছিল তার আওতায় ধর্মীয় নেতাদের প্রতিবন্ধকতার মুখে পড়তে হতো। করমুক্ত সুবিধা বাদ দেওয়া ছাড়া ধর্মীয় নেতারা রাজনৈতিক প্রার্থীকে সমর্থন কিংবা বিরোধিতা করতে পারতেন না। ট্রাম্পের নতুন আদেশ অনুযায়ী জনসন অ্যামেন্ডমেন্ট প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বিবেচনা অবলম্বন করতে হবে।



এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মতে, এ আদেশ যুক্তরাষ্ট্রে ‘প্রার্থনার গুরুত্ব’কে আরও জোরালো করবে। স্রষ্টা ও মার্কিন জনগণের ওপর ট্রাম্পের দৃঢ় বিশ্বাস রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

/এফইউ/