ফক্স নিউজের প্রতিষ্ঠাতা রজার এইলেসের জীবনাবসান

রজারমার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান রজার এইলেস মারা গেছেন। পারিবারিকভাবে দেওয়া এক বিবৃতিতে ৭৭ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, রজারের প্রয়াণের খবর জানিয়ে বিবৃতি দিয়েছেন তার স্ত্রী এলিজাবেথ। মার্কিন সংবাদমাধ্যমের কাছে পাঠানো ওই বিবৃতিতে স্বামীকে দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করেন এলিজাবেথ। তিনি আরও বলেন, রজারের মৃত্যুতে তিনি ‘গভীরভাবে ব্যথিত ও মর্মাহত’।

১৯৯৬ সালে ফক্স নিউজ প্রতিষ্ঠা করেন রজার এইলেস। ধীরে ধীরে মার্কিন রাজনীতির প্রভাবশালী কণ্ঠস্বরে পরিণত হয় সংবাদমাধ্যমটি। তবে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর গত বছর পদত্যাগ করেন রজার।

পদত্যাগের সময় কারণ হিসেবে নিজের ‘বিক্ষুব্ধ’ অবস্থার কথা বলেছিলেন তিনি।

একসময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের মিডিয়া উপদেষ্টা হিসেবে কাজ করেছেন রজার। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলার সময় ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবেও নিয়োজিত ছিলেন।

/এফইউ/