দূতাবাসে বিক্ষোভকারীদের মারধর, তুর্কি রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রের তলব

বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় তুর্কি নিরাপত্তাকর্মীরাওয়াশিংটনে অবস্থিত দূতাবাসের সামনে মঙ্গলবার তুর্কি নিরাপত্তাকর্মীরা বিক্ষোভকারীদের মারধর করে। এ ঘটনায় মার্কিন কর্তৃপক্ষ তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানান, বুধবার তুর্কি রাষ্ট্রদূত সেরদার কিলিচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা টম শ্যাননের সঙ্গে সাক্ষাৎ করেন।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে বহু নির্বাসিত তুর্কি দূতাবাসের সামনে বিক্ষোভ করেন।

ওয়াশিংটনের পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দূতাবাসের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে তুর্কি নিরাপত্তাকর্মীরা ‘নৃশংস’ হামলা চালায়। এতে অন্তত ১১ জন আহত হন।

এরদোয়ান-ট্রাম্প

ভিডিও ফুটেজে নিরাপত্তাকর্মীরা পুলিশকে এড়িয়ে বিক্ষোভকারীদের ঘুষি ও কিল দিতে দেখা যায়। তবে তুর্কি কর্মকর্তাদের দাবি, তারা আত্মরক্ষার জন্যই হামলা চালিয়েছেন।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু অভিযোগ করেন, মার্কিন কূটনীতিক ব্রেট ম্যাকগুর্ক কুর্দি যোদ্ধাদের সমর্থন জানিয়েছেন। আর তাকে ফেরত পাঠানো উচিত বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার এর প্রতিক্রিয়ায় ম্যাকগুর্ক বলেন, আন্তর্জাতিক জোট আইএস-বিরোধী লড়াইয়ে কুর্দি যোদ্ধাদের সমর্থন জানাবে।

তুর্কি দূতাবাসে সংঘাতের পর জ্যেষ্ঠ রিপাবলিকান সিনেটর দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি তুলেছিলেন। ডেমোক্র্যাটিক সিনেটর ক্লারি ম্যাককাসকিলও রাষ্ট্রদূত বহিষ্কারের দাবি তুলেন।

/এসএ/