সমকামী বিয়ের বৈধতা দিলো তাইওয়ানের সর্বোচ্চ আদালত

nonameএশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামী বিয়ের পক্ষে রায় দিলো তাইওয়ানের সর্বোচ্চ আদালত। বুধবার আদালতের রায়ে সমকামী বিয়ের বিরুদ্ধে বিদ্যমান আইনকে সমঅধিকার লঙ্ঘন ও অসাংবিধানিক বলে উল্লেখ করা হয়েছ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

আদালতের রায়ে পার্লামেন্টকে এ সংক্রান্ত আইন সংশোধন ও নতুন আইন প্রণয়নে দুই বছর সময় বেঁধে দেওয়া হয়েছে।

আদালতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমলিঙ্গের দুইজন মানুষের বিবাহে বাধা দেওয়ার কোনও যৌক্তিক ভিত্তি নেই। বিবেকের কথা বলে তাদের সঙ্গে ব্যতিক্রমী আচরণ করা ঠিক নয়।

আদালত জানিয়েছে, সমঅধিকার প্রশ্নে সমকামীদের সঙ্গে বিরূপ আচরণ করা তাদের সাংবিধানিক অধিকারের লঙ্ঘন।

/এমএইচ/এমপি/