ভারতে বাস নদীতে পড়ে নিহত ২৪

India bus accidentভারতের উত্তরাখন্ড রাজ্যে পুণ্যার্থীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। এখনও নিখোঁজ রয়েছেন তিনজন। মঙ্গলবার সন্ধ্যায় উত্তরাখণ্ডের উত্তরখাসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুণ্যার্থীবাহী বাসটি মধ্যপ্রদেশ থেকে গাঙ্গোত্রী যাচ্ছিল। পথিমধ্যে পাহাড়ি রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ভাগীরথী নদীর ৩০০ মিটার গভীরে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনা, হতাহত ও নিখোঁজের খবর নিশ্চিত করেছে পুলিশ। নিহতদের সবার বাড়ি মধ্য প্রদেশে। এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, নদী থেকে ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কর্মকর্তারা। তবে অন্ধকারের কারণে উদ্ধার তৎপরতা বিলম্বিত হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত জানিয়েছেন, আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উত্তরাখন্ড ভারতের একটি পর্যটনসমৃদ্ধ রাজ্য। প্রতি বছর দেশবিদেশের কয়েক হাজার এখানে বেড়াতে আসেন।

টুইটারে দেওয়া এক পোস্টে এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন মধ্য প্রদেশর মুখ্যমন্ত্রী শিবাজি সিংহ চৌহান। তিনি প্রত্যেক নিহতের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সূত্র: ফার্স্টপোস্ট, দ্য টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/