বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে স্বাস্থ্যসেবা দেবে কেরালার হাসপাতাল

 

nonameবাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের স্বাস্থ্যসেবা দেবে ভারতের কেরালার অমৃতা হাসপাতাল। বুধবার প্রতিষ্ঠানটির মেডিকেল ডিরেক্টর প্রেম নায়ের এক বিবৃতিতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। আধুনিক সুযোগ সুবিধাসমৃদ্ধ এ হাসপাতালের প্রতিষ্ঠাতা কেরালার হিন্দু আধ্যাত্মিক গুরু মাতা অমৃতআনন্দময়ী।

অমৃতা হাসপাতালের মেডিকেল ডিরেক্টর প্রেম নায়ের বলেন, ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে স্বাস্থ্যসেবা দিতে তাদের সঙ্গে আমরা একটি চুক্তি স্বাক্ষর করেছি। এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যদের কেরালায় আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। এছাড়া তারা এখানে স্বাস্থ্য বিষয়ক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ পাবেন।’

২০১০ সালের হিসাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জনশক্তি তিন কোটি ৬৫ লাখ।

প্রেম নায়ের বলেন, এই সহযোগিতা দক্ষিণ এশিয়ায় আন্তর্জাতিক সহযোগিতার একটি দৃষ্টান্ত। এটা শুধু শারীরিক নিরাময়েই সাহায্য করবে না বরং একই ঐতিহ্য ও সংস্কৃতির দুই দেশের মধ্যে বন্ধনকে শক্তিশালী করবে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের চিকিৎসা সহায়তা প্রদান ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনীর চিকিৎসক, নার্স ও প্যারামেডিকসদের প্রশিক্ষণ দেবে অমৃতা হাসপাতাল।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল এস এম মোতাহার হোসেন। তিনি বলেন, এই সহযোগিতা দুই প্রতিবেশী দেশকে আরও কাছে নিয়ে আসবে। আমাদের সদস্যদের অমৃতা হাসপাতালের দক্ষতা এবং তাদের অবকাঠামো থেকে উপকৃত হবেন।

মেজর জেনারেল এস এম মোতাহার হোসেন বলেন, টেলি মেডিসিন এবং টেলি রেডিওলোজি’র মাধ্যমে অমৃতা হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যুক্ত হবেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল।

জটিল সার্জারির রোগীদেরও অমৃতা হাসপাতালে পাঠাবে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল।

কেরালার হিন্দু আধ্যাত্মিক নেতা মাতা অমৃতআনন্দময়ী ১৯৯৮ সালে অমৃতা হাসপাতাল প্রতিষ্ঠা করেন। পরে তিনি এটিকে আরও আধুনিক করে তোলেন। প্রতিবছর দেশ-বিদেশের কয়েক হাজার রোগী অমৃতা ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইএমএস) থেকে প্রাথমিক ও বিশেষায়িত চিকিৎসা সেবা নিয়ে থাকেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

/এমপি/