সিরিয়ায় মার্কিন বিমান হামলায় জঙ্গিদের স্ত্রী-সন্তানসহ ৩৫ বেসামরিক নিহত

মার্কিন যুদ্ধবিমান এফ-১৬সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩৫ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা দেইর ইজ্জর প্রদেশের মায়াদীন শহরের আবাসিক এলাকায় চালানো বিমান হামলায় জঙ্গিদের স্ত্রী-সন্তানরাও নিহত হয়েছেন বলে জানা গেছে।

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানান, ‘মায়াদীন শহরে কয়েক দফা বিমান হামলায় আইএস সদস্যদের পরিবারের অন্তত ২৬ জন সদস্য মারা গেছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই সিরীয় ও মরক্কোর নারী ও শিশু। এছাড়াও ওই হামলায় আরও নয়জন সিরীয় বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

গত দু’দিনের বিমান হামলায় অন্তত অর্ধশত জন বেসামরিক নিহত হয়েছেন। বুধবার মায়াদীনে চালানো বিমান হামলায় অন্তত ১৫ বেসামরিক ব্যক্তি নিহত হয়েক্সছিলেন।

চলতি সপ্তাহের হিসেব অনুযায়ী, ২৩ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত অন্তত ২২৫ জন বেসামরিক নিহত হয়েছেন। যা ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মার্কিন অভিযানে কোনও একক মাসে সর্বোচ্চ নিহতের রেকর্ড।

/এসএ/