দিল্লি-মুম্বাইসহ বিভিন্ন শহরে জঙ্গি হামলার আশঙ্কা, সতর্কতা জারি

জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছেভারতের দিল্লি, মুম্বাইয়ের মতো বড় শহর, বা পাঞ্জাব ও রাজস্থানের মতো সীমান্ত প্রদেশে জঙ্গি হামলার আশঙ্কা করছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। এ বিষয়ে দিল্লি ও মুম্বাইয়ে সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার ২০-২১ জন সদস্য ভারতে প্রবেশ করেছে। তারপর তারা ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ওই সন্দেহভাজন জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে বলে অভিযোগ ভারতীয় গোয়েন্দাদের।

ওই সন্দেহভাজন জঙ্গিরা দিল্লি, মুম্বাইয়ের মতো নগরী ছাড়াও সীমান্তবর্তী পাঞ্জাব ও রাজস্থান রাজ্যে হামলা চালাতে পারে বলে ভারতের গোয়েন্দা সংস্থা ও পুলিশ সতর্কতা জারি করেছে।

গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, সন্দেহভাজন জঙ্গিরা জনবহুল এলাকায় মধ্যমাত্রার বিস্ফোরণ ঘটাতে পারে। তারা আত্মঘাতী হামলাও চালাতে পারে।

হামলার আশঙ্কায় দিল্লি, মুম্বাইসহ বিভিন্ন শহরের রেলস্টেশন, বিমানবন্দর, হোটেল, স্টেডিয়াম ও ধর্মীয় স্থানসহ জনবহুল এলাকায় নিরাপত্তা নির্দেশনা জারি করেছে পুলিশ। হামলার মাধ্যমে সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করাই জঙ্গিদের লক্ষ্য বলে ধারণা ভারতের গোয়েন্দাদের।    

এর আগে চলতি বছরের মে মাসে এক মার্কিন পদস্থ গোয়েন্দা কর্মকর্তা পাকিস্তানভিত্তিক জঙ্গিরা ভারতে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছিলেন।

/এসএ/