লন্ডনের দুই বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজের সব ফ্লাইট বাতিল

nonameবিশ্বজুড়ে নিজস্ব কম্পিউটার নেটওয়ার্কে সমস্যার কারণে লন্ডনের দুই বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট বাতিল করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। বিমানবন্দর দুটি হচ্ছে হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দর। সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে দ্রুত সম্ভব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত এ দুই বিমানবন্দরে সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। অন্যান্য বিমানবন্দরের জন্য এ ধরনের ঘোষণা না দিলেও কম্পিউটার নেটওয়ার্কে সমস্যার কারণে দুনিয়াজুড়ে বিভিন্ন স্থানে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট সূচিতে ধস নেমেছে। বেলফাস্ট, রোম,স্টকহোমেও ফ্লাইট বিলম্বের ঘটনা ঘটেছে। এমনকি বিমান সংস্থাটির ওয়েবসাইটেও প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন যাত্রীরা।

ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে বলা হয়েছে, কম্পিউটার নেটওয়ার্কের এ সমস্যা সাইবার হামলার কারণে ঘটেছে কিনা, সে ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

/এমপি/