যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি স্নোডেন: পুতিন

এডওয়ার্ড স্নোডেনরুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা তথ্য ফাঁস করা সাবেক সিআইএ কর্মী এডওয়ার্ড স্নোডেন-এর উচিত হয়নি। এটা তার ভুল ছিল। তবে আমার বিশ্বাস, তিনি নিজ দেশের স্বার্থের ব্যাপারে কোনও বিশ্বাসঘাতকতা করেননি। অন্য কোনও দেশে এমন কোনও তথ্য পাচার করেননি যা মার্কিন নাগরিকদের জন্য ক্ষতিকর। বরং জার্মানির মতো মিত্র দেশের ওপরও গুপ্তচরবৃত্তি চালিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি খ্যাতনামা মার্কিন চলচ্চিত্র পরিচালক অলিভার স্টোন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

চলতি বছরের ১২ জুন যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্কে এ সাক্ষাৎকারটি সম্প্রচারের কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)-এর গোপন নজরদারির তথ্য ফাঁসের দায়ে নিজ দেশে স্নোডেনকে কয়েক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-এর সাবেক এ ঠিকাদার বর্তমানে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন।

/এমপি/