১১৬ আরোহী নিয়ে মিয়ানমারের সামরিক বিমান নিখোঁজ

noname১১৬ জন আরোহী নিয়ে মিয়ানমারের একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। বুধবার হঠাৎ করেই বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিমানটির ১১৬ আরোহীর মধ্যে ১০৫ জন যাত্রী। বাকি ১১ জন বিমানের ক্রু। যাত্রীরা মূলত সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্য।

মিয়ানমারের সেনাপ্রধানের দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানটির অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। কয়েকটি জাহাজ ও বিমান এতে অংশ নিয়েছে। বিশেষ করে আন্দামান সাগর এলাকায় অনুসন্ধান তৎপরতা পরিচালনা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিটে বিমানটির অবস্থান ছিল দাওয়ে শহর থেকে ২০ মাইল পশ্চিমে। সেখান থেকে হঠাৎ করেই এটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

মিয়ানমারের সেনাসূত্র জানিয়েছে, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে কারিগরি ত্রুটির কারণেই এমনটা ঘটেছে। কারণ, বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার সময় আবহাওয়া ভালো ছিল।

/এমপি/