বড় ব্যবধানে এগিয়ে লেবার পার্টি, প্রশ্নবিদ্ধ থেরেসা মে







Captureব্রিটেনের সাধারণ নির্বাচনে  স্থানীয় সময় রাত সাড়ে বারোটা থেকে এ পর্যন্ত ৭৪টি আসনের ফলাফল ঘোষিত হয়েছে।  বুথ ফেরত জরিপ মিথ্যে প্রমাণ করে এতে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে জেরেমি করবিনের লেবার পার্টি।
প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৭৪ আসনের মধ্যে লেবার পার্টি পেয়েছে ৪৯টিআসন।  বিপরীতে কনজারভেটিভরা পেয়েছে ২৫টি। 
বুথ ফেরত জরিপ ভিন্ন আভাস দিয়েছিল। ফলাফলের এই বাস্তবতায় প্রশ্নবিদ্ধ হচ্ছেন থেরেসা মে। 

৬৫০ সদস্যবিশিষ্ট ব্রিটিশ হাউস অব কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩২৬ আসন। ক্ষমতাসীন কনজারভেটিভ দলের দখলে ছিল ৩৩১ আসন। কিন্তু ব্রেক্সিট বাস্তবায়ন প্রশ্নে নিজের ক্ষমতা আরও নিরঙ্কুশ করতে প্রধানমন্ত্রী থেরেসা মে মধ্যবর্তী এই নির্বাচন দেন। 

ধারণা ছিল, অন্তত একশ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে থেরেসা মে ক্ষমতায় ফিরবেন। তবে, বুথ ফেরত জরিপ দলটির এককভাবে ক্ষমতায় ফেরা নিয়ে শঙ্কা জাগিয়ে দেয়। বলা হয়, লেবার পার্টি থেকে কনজারভেটিভ পার্টি এগিয়ে থাকবে তবে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তবে নির্বাচনি ফলাফল আসতে শুরু হওয়ার পর দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এখন পর্যন্ত বিপুল ব্যবধানে এগিয়ে আছে করবিনের দল। 

২০১৫ সালের নির্বাচনে বুথ ফেরত জরিপে কনজারভেটিভ দল ৩১৬টি আসন পাবে বলে আভাস দিলেও শেষ পর্যন্ত দলটি ৩৩১টি আসন পেয়েছিল। 




/বিএ/