আফগানিস্তানে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে ৩ মার্কিন সেনা নিহত

gettyimages-484377526

আফগানিস্তানের আচিন জেলায় আইএস ও তালেবাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে তিন মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। সে সময় আরও এক সেনা আহত হয়েছেন। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।

এর আগে একজন আফগান কর্মকর্তা জানিয়েছিলেন, অচিন জেলায় আইএস ও তালেবানদের বিরুদ্ধে আফগান বাহিনী সঙ্গে একত্রিতে হয়ে লড়াইয়ে দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

আফগান সেনাদের সহায়তাকারী বিদেশি সেনা সদস্যের সংখ্যা ১৩ হাজার। এরমধ্যে ৮ হাজার ৪শ জনই মার্কিন সেনা।  পাশাপাশি তালেবানবিরোধী লড়াইয়ের জন্য আফগানিস্তানে আরও অন্তত ৩০০০ মার্কিন সেনা উপদেষ্টা পাঠানোর সুপারিশ করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। 
আফগানিস্তানে ১৫ বছর ধরে চলমান গৃহযুদ্ধে সেনাবাহিনীর যে অচলাবস্থা তৈরি হয়েছে তা ভাঙতে অতিরিক্ত সেনা পাঠানোর এ প্রস্তাব দেওয়া হয়েছে। অবশ্য এখন পর্যন্ত প্রস্তাবটি অনুমোদন করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
৮ মে সংবাদমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে অতিরিক্ত মার্কিন সেনা উপদেষ্টা নিয়োগ দেওয়া হলে তারা আফগান সেনা সদস্যদের সঙ্গে আরও বড় পরিসরে কাজ করতে পারবেন বলে দাবি করেছেন সুপারিশকারীরা।
এরইমধ্যে পেন্টাগন, পররাষ্ট্র দফতর, গোয়েন্দা সম্প্রদায় এবং অন্যান্য সরকারি সংস্থাগুলো প্রস্তাবটি নিয়ে ব্যাপক পর্যালোচনা করেছে। গত ফেব্রুয়ারিতে জেনারেল জন ডব্লিউ নিকোলসন কংগ্রেসকে যে পরামর্শ দিয়েছিলেন তার সঙ্গে এ প্রস্তাবটির সামঞ্জস্য রয়েছে।


/এমএইচ/বিএ/