অবশেষে হোয়াইট হাউসে মেলানিয়া

ট্রাম্পের সঙ্গে স্ত্রী মেলানিয়া আর সন্তান ব্যারনমার্কিন প্রেসিডেন্ট হিসেবে স্বামী ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের প্রায় পাঁচ মাস পর হোয়াইট হাউসের বাসিন্দা হলেন মেলানিয়া ট্রাম্প।

স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গী করে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ওঠার প্রত্যাশায় থাকলেও এতোদিন তা হয়ে ওঠেনি। বাধা ছিল ছেলের পড়াশোনা। ব্যারনের স্কুল পরিবর্তনের জটিলতার কথা চিন্তা করে মেলানিয়া তখন স্বামীর সঙ্গী হননি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্কুল পরিবর্তনজনিত সেই সমস্যার সমাধান হয়েছে। এ মাসেই হোয়াইট হাউসের স্থায়ী বাসিন্দা হতে যাচ্ছেন মেলানিয়া ট্রাম্প। ১২ তারিখকেই সেই দিন হিসেবে বেছে নিলেন মেলানিয়া।  প্রতিক্রিয়ায় টুইটারে ঘর থেকে তোলা বাগানের একটি ছবি পোস্ট করেছেন তিনি।

নিউ ইয়র্ক নাকি ওয়াশিংটন কিংবা হোয়াইট হাউস নাকি ট্রাম্প টাওয়ার? কোথায় থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া?  ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই নিয়ে সরব ছিল মার্কিন মিডিয়া। মেলানিয়া আর ব্যারন কবে থেকে হোয়াইট হাউসের বাসিন্দা হবেন, এক পর্যায়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সে সময় বলেছিলেন, ‘যতো দ্রুত সম্ভব। তার স্কুলের বছরটা শেষ হলেই’।  

আগামী ১৪ জুন ডোনাল্ড ট্রাম্পের ৭১তম জন্মদিন। মেলানিয়া হোয়াইট হাউসের স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য সেই দিনটি বেছে নিতে পারেন বলে গতকাল জানিয়েছিল সিএনএন। তবে ট্রাম্পের জন্মদিনের ২ দিন আগে তিনি হোয়াইট হাউসের বাসিন্দা হলেন।

/বিএ/