আপিলেও আটকে গেলো ট্রাম্পের সংশোধিত মুসলিম নিষেধাজ্ঞা

ছয়টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশোধিত নিষেধাজ্ঞাও আটকে দিয়েছে আদালত। হাওয়াই অঙ্গরাজ্যের একটি আদালত এর আগে এই নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দিয়েছিল। সোমবার সান ফ্রান্সিসকোর আপিল আদালত রায়টির কিছু অংশ বহাল রাখেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ট্রাম্পের এ সংশোধিত নিষেধাজ্ঞার আওতায় ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়ার কথা বলা হয়েছে। এই নিষেধাজ্ঞা ৯০ দিনের জন্য জারি করা হয়েছিল। তবে সব ধরনের শরণার্থীর জন্য এই নিষেধাজ্ঞা ১২০ দিনের।

ভার্জিনিয়ার একটি আপিল আদালতও নিষেধাজ্ঞাটির ওপর স্থগিতাদেশ বলা রেখেছে। মেরিল্যান্ডের এক বিচারকের দেওয়া রায়টি বহাল রাখে আপিল আদালত।

এর আগে চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন দেশটির সুপ্রিম কোর্টে হাওয়াই ও ভার্জিনিয়ার আদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানিয়েছিল। সূত্র: বিবিসি।

/এএ/এমপি/