তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো পানামা

পানামা খালচীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার ফলশ্রুতিতে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে পানামা। দেশটির সরকার জানিয়েছে, তারা ‘এক চীন নীতি’ সমর্থন করছেন। তাই তারা শুধু চীনা কর্তৃপক্ষের সঙ্গেই কূটনৈতিক সম্পর্ক রাখবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ এবং একটি প্রদেশ বলে মনে করে চীন। আর তাই চীনা কর্তৃপক্ষ তাইওয়ানের সঙ্গে কোনও দেশের কূটনৈতিক সম্পর্ককে খুবই নেতিবাচক বলে মনে করে।

তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা দেশগুলোর মধ্যে অন্যতম পানামা। গত বছর ডিসেম্বরে আফ্রিকার দ্বীপদেশ সাও তোমে এবং প্রিন্সিপে একইভাবে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এখন মাত্র ২০টি দেশের সম্পর্ক রয়েছে তাইওয়ানের সঙ্গে।

পানামা খাল ব্যবহার এবং মধ্য আমেরিকার দেশটিতে বড় রকমের আর্থিক বিনিয়োগ নিয়ে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে চীন। এরই ফলশ্রুতিতে পানামার সরকার জানিয়েছে, এখানে ‘চীন একটাই’, আর তাইওয়ানকে ‘চীনের অংশ’ বলেই তারা গণ্য করে।

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রতিক্রিয়ায় তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষোভ প্রকাশ করেছে। তারা একে ‘কূটনৈতিক অর্থের খেলা’ বলে অভিযোগ করেছে। গত বছর জুনে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন পানামা সফরও করেছিলেন।

১৯৭১ সালে জাতিসংঘ বেইজিংকে কূটনৈতিক স্বীকৃতি প্রদান করে। এর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে শুরু করে।

/এসএ/