লন্ডন অগ্নিকাণ্ডে স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্ত শুরু

লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডলন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের পুলিশ বাহিনী স্কটল্যান্ড ইয়ার্ড। সংস্থাটির এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

স্কটল্যান্ড ইয়ার্ডের ওই মুখপাত্র বলেছেন, ‘আমরা একজন জ্যেষ্ঠ তদন্তকারী কর্মকর্তাকে নিয়োগ দিয়েছি।’ অগ্নিকাণ্ডটি অপরাধমূলক কাজের অংশ কিনা, তা তিনি খতিয়ে দেখবেন বলে জানা গেছে।  

পুলিশ জানিয়েছে, তদন্ত কোনদিকে এগোবে সে সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তারা বিষয়টি অনুসন্ধান করছেন। শিগগিরই এ সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

উল্লেখ্য, বুধবার রাতে পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুনের তাণ্ডবে ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে ১৭ জন নিহত হয়েছেন। আরও মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সবশেষ খবর অনুযায়ী ৭৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ‍

/এসএ/