ট্রাম্পের ঋণের পরিমাণ ৩১ কোটি ৫৬ লাখ ডলার

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঋণের পরিমাণ অন্তত ৩১ কোটি ৫৬ লাখ ডলার। তার নিজ দেশ, জার্মানি অথবা অন্যান্য পাওনাদাররা ওই পরিমাণ অর্থ পান তার কাছে। মার্কিন সরকারের এথিকস দফতর প্রকাশিত আর্থিক বিবরণী থেকে এই তথ্য পাওয়া গেছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সম্পদের আর্থিক বিবরণী প্রকাশ করে সরকারের এথিকস দপ্তর। এতে ২০১৭ সালের জুন পর্যন্ত তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ২০১৬ এবং ২০১৭ সালের প্রথম দিকে তার অন্তত ৫৯ কোটি ৪০ লাখ ডলার আয় হয়েছে এবং তার সম্পদের পরিমাণ একশ ৪০ কোটি ডলারের সমপরিমাণ।

বার্তা সংস্থা রয়টার্স এথিকস দপ্তরের ওয়েবসাইটে পোস্ট করা ৯৮ পৃষ্ঠার নথিকে উপজীব্য করে বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা গেছে, ‘উইন্টার হোয়াইট হাউস’ নামে পরিচিত ফ্লোরিডায় ট্রাম্পের মালিকানাধীন মার-এ-লাগো রিসোর্টের আয় আগের চেয়ে বেড়েছে। আর গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসের কাছে চালু করা ওয়াশিংটন হোটেল থেকে ট্রাম্পের আয় হয়েছে প্রায় দুই কোটি ডলার।

প্রকাশিত নথিতে অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার আগে ৫৬৫টি কর্পোরেশন ও অন্যান্য প্রতিষ্ঠানে কর্মকর্তা পর্যায়ের অবস্থানে ছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগের দিন চলতি বছরের ১৯ জানুযারি বেশিরভাগ প্রতিষ্ঠানের কর্মকর্তার পদ থেকে তিনি বিদায় নেন। তার বেশিরভাগ ব্যবসা যুক্তরাষ্ট্রভিত্তিক হলেও স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ব্রাজিল, বারমুডা ও অন্যান্য কয়েকটি দেশেও তার বেশ কিছু ব্যবসা আছে।

প্রেসিডেন্ট ট্রাম্প কী পরিমাণ ট্যাক্স দিয়েছেন, তার পরিমাণ জানা গেলে তার সম্পদের মোট পরিমাণ ও ব্যবসায়িক মুনাফা সম্পর্কে পরিষ্কার একটি ধারণা পাওয়া যেত। তবে তা প্রকাশ করতে অস্বীকার করেছেন তিনি।

/বিএ/