মসুলের আল-নুরি মসজিদ ‘উড়িয়ে দিয়েছে’ আইএস

বোমা মারার পর আল-নুরি মসজিদের অবস্থা (ছবি- বিবিসি)

ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর মসুলের বিখ্যাত আল-নুরি মসজিদ বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। ইরাকি সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তবে, নিজেদের সংবাদ মাধ্যম ‘আমাক’-এ এক বিবৃতি দিয়ে আইএস দাবি করেছে, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী মসজিদটি ধ্বংস করেছে।

আইএসের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থানে থাকা ইরাকি বাহিনীর কমান্ডারের দাবি, মসজিদটি থেকে তাদের অবস্থান যখন ১৫ মিটার দূরে ছিল তখনই আইএস ওই ‘ঐতিহাসিক ধ্বংসযজ্ঞ চালায়।’

ইরাকে থাকা এক ঊর্ধ্বতন মার্কিন কমান্ডার বলেন, ‘আমাদের ইরাকি নিরাপত্তা বাহিনীর অংশীদাররা যখন আল-নুরি মসজিদের কাছাকাছি ছিল, তখন ইরাকের এই বিখ্যাত সম্পদ ধ্বংস করে আইএস।’

বিমান থেকে ধারণ করা ছবিতে দেখা যায়, মসজিদ ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসের খবরে প্রকাশ, এর আগেও ইরাক ও সিরিয়ার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করেছে আইএস।

২০১৬ সালের ১৭ অক্টোবর থেকে হাজার হাজার ইরাকি নিরাপত্তা সদস্য, কুর্দি পেশমেগা যোদ্ধা, সুন্নি আরব উপজাতি ও শিয়া মিলিশিয়েন, মার্কিন নেতৃত্বাধীন জোটের যুদ্ধপরাধ ও সামরিক উপদেষ্টারা আইএস-এর বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থানে রয়েছে।

/এমএ/এমএনএইচ/