বাংলাদেশে আম রফতানিতে আগ্রহী মালদহের ব্যবসায়ীরা

nonameবাংলাদেশে আবারও আম রফতানি শুরুর আগ্রহ প্রকাশ করেছেন ভারতের মালদহের আম ব্যবসায়ীরা। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নিকট আহ্বান জানিয়েছেন তারা।

পশ্চিমবঙ্গ থেকে এবার বাংলাদেশে আম রফতানিতে মন্দা চলছে। এর মূল কারণ হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক রফতানি ফি-র পরিমাণ বাড়িয়ে দেওয়া। এতে করে ফলটির দাম বাড়বে ৪০ থেকে ৫০ শতাংশ। এর ফলে আগের মতো করে সীমান্তের ওপারে প্রতিবেশী দেশে আম পাঠাতে পারছেন না ভারতীয় ব্যবসায়ীরা।

শুধু মালদহ নয়, একই অবস্থা, ২৪ পরগণা, মুর্শিদাবাদ ও নদীয়া জেলার ফল ব্যবসায়ীদেরও। বাড়তি ফি-র কারণে তাদের জন্যও বিষয়টি কঠিন হয়ে পড়েছে। অথচ ভারতে এতোদিন বাংলাদেশকে একটি লাভজনক বাজার হিসেবেই দেখা হতো। ইতোপূর্বে বছরে কয়েক কোটি টাকার আম রফতানি হলেও এবারের পরিস্থিতি ভিন্ন।

সামগ্রিক পরিস্থিতি নিয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেছেন পশ্চিমবঙ্গের কৃষি দফতরের কর্মকর্তারা। তারা জানান, বাংলাদেশে বছরে গড়ে ৫ লাখ টন আম রফতানি হয়।

এ ধরনের একটি বড় রফতানি বাজার পাওয়াটা খুব সহজ নয়। ফলে দুশ্চিন্তায় আছেন আম চাষী ও ব্যবসায়ীরা। ফলে এবার আমের বাম্পার ফলনেও হাসি ফোটেনি চাষী ও ব্যবসায়ীদের মুখে। আর তাই বিষয়টি নিয়ে বাংলাদেশের সঙ্গে দেন দরবারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের শরণাপন্ন হচ্ছেন রাজ্যের ফল ব্যবসায়ী ও রফতানিকারকরা।

/এমপি/