কাতারে ঘাঁটি বন্ধের আহ্বান নাকচ তুরস্কের

nonameকাতারে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধে সৌদি জোটের আহ্বান প্রত্যাখ্যান করেছে আঙ্কারা। শুক্রবার তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকির ইসিক দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ ইস্যুতে নিজ দেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

তুর্কি এনটিভি-কে প্রতিরক্ষামন্ত্রী ফিকির ইসিক বলেন, সৌদি জোটের ঘাঁটি বন্ধের আহ্বান এখনও আমি দেখিনি। তবে ২০১৪ সালে কাতারের সঙ্গে করা চুক্তি বাতিলের বিষয়টি বিবেচনায় আনার কোনও পরিকল্পনা তুরস্কের নেই। এ চুক্তির আওতায় কাতারে ঘাঁটি তৈরি করেছে তুরস্ক।

ফিকির ইসিক বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এজন্য কারও মনক্ষুন্ন হওয়া উচিত নয়।

তুরস্ক বলছে, কাতারে তুর্কি সামরিক ঘাঁটি পারস্য উপসাগরে নিরাপত্তা নিশ্চিত করছে। এটি বন্ধের আহ্বান জানিয়ে দোহার সঙ্গে আঙ্কারার সম্পর্কের বিষয়ে নাক গলানো হয়েছে।

সৌদি আরবের নেতৃত্বে চার আরব দেশের পক্ষ থেকে কাতারের কাছে যে ১৩ দফা দাবি উত্থাপন করা হয়েছে সেখানে কাতারে থাকা তুরস্কের একটি সামরিক ঘাঁটি বন্ধের কথা বলা হয়েছে। কাতারের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার শর্ত হিসেবে এই ১৩ দফা দাবি তুলে ধরেছে সৌদি জোট।

শর্তগুলো মানা না মানার ব্যাপারে কাতারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি এর আগে বলেছিলেন, শাস্তিমূলক পদক্ষেপ প্রত্যাহার না করা পর্যন্ত তারা কোনও আলোচনায় যাবেন না। সূত্র: আল জাজিরা।

/এমপি/