রুশ সংযোগের তদন্তকারী মুয়েলারকে নিয়ে সন্দিহান ট্রাম্প

ট্রাম্প ও মুয়েলার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রুশ হস্তক্ষেপ এর তদন্তে নিয়োজিত রবার্ট মুয়েলারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, সাবেক এফবিআই প্রধান জেমস কোমির সঙ্গে মুয়েলারের বন্ধুত্বই ‘উদ্বেগজনক’। এফবিআই প্রধান হিসেবে বরখাস্ত হওয়ার আগ পর্যন্ত কোমিই এ তদন্তের দায়িত্বে ছিলেন।

মুয়েলারের পদত্যাগ করা উচিত কিনা তা মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ থেকে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়। জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদেরকে তা দেখতে হবে’।

অবশ্য, মুয়েলারকে ট্রাম্প ‘সম্মানিত ব্যক্তি’ হিসেবেই উল্লেখ করেছেন।

গত ৯ মে জেমস কোমি বরখাস্ত হওয়ার পর মার্কিন বিচার বিভাগের বিশেষ কাউন্সেল মুয়েলারকে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্তের দায়িত্ব দেয়। মুয়েলার এখন পর্যন্ত বিস্তারিতভাবে তদন্তের কোনও কিছু প্রকাশ না করলেও মার্কিন মিডিয়াগুলো বলছে, তিনি ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করছেন। জেমস কোমি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে বরখাস্ত করে ট্রাম্প তদন্ত বন্ধ এবং বিচার কাজ বিঘ্নিত করার চেষ্টা করেছিলেন তা নিয়ে তদন্ত হচ্ছে।

অবশ্য, বরাবরই রুশ সংযোগের অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প।

স্পেশাল কাউন্সেল যাদেরকে তদন্ত করার জন্য নিয়োগ দিয়েছে তারা সবাই হিলারির সমর্থক বলেও অভিযোগ করেন তিনি।

অবশ্য, মুয়েলারকে বরখাস্ত করার ইচ্ছে ট্রাম্পের নেই বলে ১০ দিন আগে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র। শুক্রবার হোয়াইট হাউসের আরেক মুখপাত্র শন স্পাইসারও একই কথার পুনরাবৃত্তি করেন।

/এফইউ/