জাস্টিন ট্রুডোর ঈদ শুভেচ্ছায় মুসলিম অবদানের স্বীকৃতি (ভিডিও)

কানাডাসহ সারা বিশ্বের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিজের ওয়েবসাইটে তিনি লিখেছেন, ‘আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’ তার শুভেচ্ছা বার্তায় কানাডার জাতীয় ঐক্যে মুসলিম অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

ওয়েবসাইটে লেখা নোটে জাস্টিন ট্রুডো লিখেছেন, ‘মুসলিম সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর। একইসঙ্গে শেষ হচ্ছে পবিত্র রমজান মাস। এ বিশেষ দিনে স্বজন ও বন্ধু-বান্ধবরা সকালে বিশেষ নামাজে অংশ নেন। নিজেদের মধ্যে শুভেচ্ছা এবং উপহার বিনিময় করেন। একই সঙ্গে বিনিময় করা হয় বিশেষ খাবার, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে।’

কানাডার জাতীয় ঐক্যে মুসলিমদের ভূমিকার প্রসঙ্গে ট্রুডো বলেন, ‘কানাডার সাংস্কৃতিক বৈচিত্র্য হচ্ছে আমাদের বৃহত্তর শক্তি এবং গৌরব। এ বছর আমরা কনফেডারেশনের ১৫০তম বছর উদযাপন করব। আমাদের জাতীয় ঐক্য গড়তে মুসলিম সম্প্রদায়ের অবদানের স্বীকৃতি জানাই আমরা।’

নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন জাস্টিন ট্রুডো: 
ভিডিওতে দেখা যায়, তিনি একটি মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে কাজ করছেন কানাডার প্রধানমন্ত্রী। ইসলামিক রিলিফ নামে একটি বেসরকারি সংস্থা ঈদ উদযাপনের জন্য বিভিন্ন সামগ্রীর বাক্স তৈরি করছিল। ভিডিওতে ট্রুডোকেও  সংস্থার কর্মীদের সঙ্গে কাজ করতে দেখা যায়।

/বিএ/