প্রথমবারের মতো আইএসমুক্ত ঈদ উদযাপন মসুলের বাসিন্দাদের

Eid in Iraqপ্রথমবারের মতো আইএসমুক্ত ঈদ উদযাপন করেছেন ইরাকের মসুল শহরের একাংশের বাসিন্দারা। শহরের এক প্রান্তে আইএসমুক্ত উৎসবে মেতে উঠার পালা, আরেক প্রান্তে তখন অস্তিত্বের লড়াই চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। তবে সেখানেও শোনা যাচ্ছে তাদের পতনের পদধ্বনি। ২০১৪ সালে মসুল দখল করে আইএস। সেই থেকে জঙ্গিদের তাণ্ডব আর হত্যাযজ্ঞ প্রত্যক্ষ করে আসছেন শহরের মানুষ। সেই দুঃসহ বিভীষকা থেকে মুক্ত হয়ে ঈদ করতে পেরে তাই খুশি শহরের একাংশের বাসিন্দারা। তাদের প্রত্যাশা আগামী ঈদে পুরো শহরটাই আগের অবস্থায় ফিরে আসবে। শান্তি-সম্প্রীতি আর সৌহার্দের যে বার্তা দেয় ঈদ; সেটা ফিরে আসবে সাধারণ মানুষের জীবনে।

২০১৪ সালের পর এবারই প্রথম পূর্ব মসুলের রাস্তায় রাস্তায় ঈদের আনন্দে মেতে উঠেছেন আবাল-বৃদ্ধ-বণিতা। রঙ-বেরঙ-এর নানা খেলনা নিয়ে উৎসবের জোয়ারে ভেসেছে শিশুরা।

ইরাকি বাহিনীর আশা, পূর্ব মসুলের মতো পশ্চিম মসুল থেকেও বিতাড়িত হবে নরকের কারবারিরা। কদিন আগেই বিবিসির সংবাদদাতা কুয়েনটিন সমারভিল জানিয়েছেন, টাইগ্রিস নদীর কাছে পড়ে থাকা তিন আইএস জঙ্গির মৃতদেহ কয়েকদিনের মধ্যেই কুকুর বা অন্য কোনও প্রাণী খেয়ে ফেলেছে। সূত্র: মিডল ইস্ট আই।

/এমপি/