চীনে আটক বিশপকে নিয়ে উদ্বিগ্ন ভ্যাটিকান

_96690718_catholic

চীনে নিজ প্রর্থনার এলাকা থেকে আটক বিশপকে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভ্যাটিকান সিটি। গত মে মাসে চীনা ক্যাথলিক বিশপ পিটার শাও জুমিনকে আটক করে চীনা কর্তৃপক্ষ। জোর করে তার প্রার্থনার এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। ভ্যাটিকান মুখপাত্র গ্রেগ বুর্কের বরাতে এই তথ্য জানায়, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, পিটারের আটকের ব্যাপারে তার পরিবারকে কিছুই বলা হয়নি। এখন তিনি কোথায় আছেন সে বিষয়েও জানে না কেউই।

বিশপ নিয়োগের রেশ ধরে চীনের সঙ্গে সম্পর্ক শীতল হয়ে পড়েছে ভ্যাটিকানের। ‍বুর্ক বলেন, ‘এই ঘটনায় তারা খুবই ব্যথিত। চীনের জিঝ্যাং প্রদেশের ওয়েনজুতে নিজ প্রাথর্নার স্থল থেকে জোর করে নিয়ে যাওয়া হয় বিশপ পিটারকে।’ তিনি বলেন, এই ঘটনা চীনে চার্চের অবস্থান নিয়ে দুই পক্ষের সমঝোতার জন্য ক্ষতিকারক। পিটার শাও শিগগিরই ফিরে আসবেন ও শান্তির জন্য তার প্রার্থনা চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ক্যাথলিকদের আশঙ্কা আটককৃত বিশপকে কমিউনিস্ট পার্টির প্রতি আনুগত্য প্রকাশের জন্য চাপ দেওয়া হতে পারে। বর্তমোনে চীনে প্রায় ১০০ জন ক্যাথলিক বিশপ রয়েছেন। তাদের কেউ চীনের অনুমতি পাওয়া, কেউ আবার ভ্যাটিকানের। দেশটিতে প্রায় এক কোটি ক্যাথলিক খ্রিষ্টান রয়েছে।

চীনে বিশপের কাজ নিয়ে বেইজিং ও ভ্যাটিকান ঐতিহাসিক এক চুক্তি করতে যাচ্ছে। এতে করে দুই দেশের ‍কূটনৈতিক সম্পর্ক মজবুত হবে বলে ধারণা করা হচ্ছে।

/এমএইচ/