রুশ সংশ্লিষ্টতা: এফবিআই কয়েক দফায় ডেকেছিল ট্রাম্পের সাবেক উপদেষ্টাকে

4922

মার্কিন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সাবেক পররাষ্ট্র নীতি উপদেষ্টা কার্টার পেজ দাবি করেছেন, কয়েক দফায় তিনি গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান তাকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের রুশ সংযোগে মধ্যস্থতাকারী হিসেবে তার বিরুদ্ধে আনা অভিযোগ বারবারই প্রত্যাখান করেছেন তিনি। তাকে মোট পাঁচবার এফবিআইয়ের মুখোমুখি হতে হয়। সেসময় মোট ১০ ঘণ্টা তার সঙ্গে কথা বলেন গোয়েন্দারা।

গার্ডিয়ানকে দেওয়া ইমেইলে পেজ বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি তার আনুগত্যের ব্যাপারে নিশ্চিত হয়েছে এফবিআই। তবে তারা রুশ সংযোগ নিয়ে জানুয়ারিতে গোয়েন্দাদের প্রতিবেদন প্রত্যাখান করায় উদ্বিগ্ন তারা। তিনি বলেন, ২০০৩ সালে যুক্তরাজ্যের ভুল রিপোর্টের মতো এটাও একই পরিণতি ডেকে আনতে পারে। ‘ডজি ডোসিয়ার’ নামে পরিচিত সেই ঘটনায় ইরাক যুদ্ধ হয়েছিলো।

পেজ বলেন, ‘কোমির বরখাস্তের কয়েক সপ্তাহ আগেই এফবিআই সদস্যরা তার আনুগত্যের ব্যাপারে নিশ্চিত গিয়েছিলেন।’

/এমএইচ/বিএ/