রাশিয়া সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর সিএনএন-এর ৩ সাংবাদিকের পদত্যাগ

nonameরাশিয়া সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের ঘটনায় পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন-এর ৩ সাংবাদিক। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, রাশিয়ার একটি বিনিয়োগ তহবিলের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সহযোগী অ্যান্থনি স্কারামুচির সম্পর্ক নিয়ে তদন্ত করছে মার্কিন  কংগ্রেস। সোশ্যাল মিডিয়ার কল্যাণে প্রকাশের পরই ব্যাপকভাবে ছড়িয়ে  পড়ে এ খবর। পরে সিএনএন-এর নিজস্ব তদন্তে দেখা যায়, প্রতিবেদনটি প্রকাশের আগে বিষয়টি ভালোভাবে যাচাইবাছাই করা হয়নি। তবে পদত্যাগী সংবাদিকরা জানিয়েছেন, প্রতিবেদনটি ভুল নয়, তবে এটি প্রকাশের জন্য যথেষ্ট মূল্যায়িত ছিল না।

সাংবাদিক থমাস ফ্রাংক-এর তৈরি করা প্রতিবেদনটি সম্পাদনা করেন সিএনএন-এর নতুন তদন্ত প্রতিবেদন সংক্রান্ত বিভাগের নির্বাহী সম্পাদক পুলিৎজারজয়ী সংবাদিক এরিক লিস্টব্লোও এবং লেক্স হ্যারিস। সোমবার বিকেলে এই তিনজনের পদত্যাগপত্র গ্রহণ করে সিএনএন।

প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি  নিয়ে অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করে সিএনএন। এতে দেখা গেছে, একটিমাত্র সূত্রের ওপর ভিত্তি করে তৈরি করা প্রতিবেদনটিতে সংশ্লিষ্ট অন্য দিকগুলো যাচাইবাছাই করা হয়নি।

পরে ওয়েবসাইট থেকে ওই সংবাদটি সরিয়ে নিয়ে অ্যান্থনি স্কারামুচির কাছে ক্ষমা চায় সিএনএন। সূত্র: রয়টার্স।

/এমপি/